করোনাভাইরাস প্রতিরোধে সিংড়ায় মসজিদের পরিচ্ছন্নতায় ছাত্রলীগ
নাটোরের সিংড়া পৌর এলাকার ১২টি ও ইউনিয়ন পর্যায়ে কিছু মসজিদে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় করোনাভাইরাস প্রতিরোধে শুক্রবার জুম্মার নামাজের পূর্বে জীবানুনাশক ঔষধ মিশ্রিত পানি দ্বারা মসজিদ পরিচ্ছন্ন করা হয়।
চাঁদপুর বায়তুন নূর জামে মসজিদ, সিংড়া বাসস্ট্যান্ড মসজিদ, সিংড়া বাজার কেন্দ্রীয় মসজিদ, থানা মসজিদ, দমদমা মাদ্রাসা মসজিদ,হাসপাতাল মসজিদ, কাটাপুকুরিয়া মসজিদসহ পৌর এলাকার ১০/১২ মসজিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রীর একান্ত সহকারী মাওলানা রুহুল আমিন।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সিংড়া পৌরসভাধীন ১২টি মসজিদে জীবানুনাশক ঔষধ ছিটিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ নেতা রিপন ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক নাজমুল হক বকুল।