করোনা সতর্কতায় হিলিতে সেনা টহল

করোনা ভাইরাস সতর্কতায় দিনাজপুরের হিলিতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। সেনাবাহিনীর একটি টহল টিম উপজেলা প্রশাসন এক সাথে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, কাঁচামাল, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধের ঘোষনা করেন তারা।
এরপরই হিলিতে সুনসান নিরবতা বিরাজ করছে। বাজারের দোকানপাট বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছেন না।
শনিবার সকাল থেকে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলমের নেতৃত্বে সারা উপজেলায় সেনা সদস্যরা টহল দিচ্ছেন।
৬৬ পদাতিক ডিভিশনের ৪ হর্সের অধিনায়ক মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরী জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে হাকিমপুর উপজেলায় সর্বক্ষণিক টহল অব্যাহত রেখেছি। মাইকিং করে জনসাধারনকে প্রয়োজন ছাড়া ঘরের বাহির হতে নিষেধ করছি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহবান জানাচ্ছি। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।