নন্দীগ্রামে করোনা প্রতিরোধে প্রশাসন সহ সামাজিক ভাবে ব্যাপক প্রচারনা
নন্দীগ্রাম করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক ভাবে গড়ে উঠেছে ব্যাপক প্রচারনা। নন্দীগ্রাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের যৌথ প্রচেষ্টায় ব্যাপক প্রচারনা চালাচ্ছে, জন সাধারনকে বুঝিয়ে ঘড় থেকে বের হতে দিচ্ছেনা।
মেডিসিন ও কাঁচা মালের দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্দ রয়েছে, দুই একটা রিক্সা ভ্যান জান ছাড়া কোন যানবাহন চলতে দেখা যায়নি, প্রয়োজন ছাড়া কেউ ঘড়ের বাহির হচ্ছেনা। দোকানের সামনে দুরত্তের বৃত্ত এ্যঁকে দেওয়া হয়েছে, গোটা পৌর শহর জন শূন্য হয়ে পড়েছে ,বর্তমানে ৬৪ জন হোম কোয়ারেন্টাইনে ছিল, এর মধ্যে মেয়াদ শেষ হওয়ার কারনে ৩২ জন কে ছাড় পত্র দেওয়া হয়েছে।
বিদেশ থেকে কেউ না আসায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়নি বলে সাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন জানান। তবে দূর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের, বেলাল ও শাহিন নামে২ জন শ্রমিক জানান, কাজ কর্ম না থাকার কারনে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধহারে দিন কাটছে।
অন্য দিকে পৌরশহরের কচু গাড়ী গ্রামের ভাইস চেয়ারম্যান পদপার্থী ববিতা বেগম তার নিজের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে গ্রাম্য ভাষায় প্রচারনা চালায়, অন্য দিকে ব্রাকের উদ্যোগে প্রচারনা চালাতে দেখা গেছে।

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি