কাহালুতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনায় আনসার ও ভিডিপি সদস্যদের লিফলেট বিতরণ

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বগুড়ার কাহালু ঐতিহাসিক রেলওয়ে বটতলা, কাহালু বাজার, কাহালু চারমাথা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন কাহালু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. উজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর ওয়ার্ড কমান্ডার মো. আতিকুর রহমান, উপজেলা কোম্পানী কমান্ডার গোলাম মোস্তফা, ইউনিয়ন কমান্ডার মুনসুর আলী, আব্দুর রশিদ, শ্রী পলাশ, মিজানুর রহমান সহ উপজেলার আনসার ও ভিডিপি’র অন্যান্য সদস্যবৃন্দ।