শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার রহস্যজনক মৃত্যু
_Pic-28.03_(1)_.jpg)
বগুড়ার শাজাহানপুরে নূর আলম (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।অপরদিকে নূর আলমকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।নিহত নূর আলম শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের গন্ডগ্রাম পূর্বপাড়ার আব্দুল মজিদের পুত্র এবং বনানী বন্দর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক।
নিহতের বড়ভাই জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী জানান, গন্ডগ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মকবুল হোসেনের পুত্র আব্দুর রশিদ বাবলুর সাথে স্থানীয়দের দ্বন্দ হয়। এনিয়ে গত বুধবার স্থানীদের সাথে বাবলু ও তার ভাইদের হাতাহাতি হয়। এঘটনার জের ধরে বাবলুর ভাই ইসমাইল হোসেন সবুজ বাদী হয়ে নূর আলম সহ স্থানীয়দের নামে থানায় মামলা দায়ের করেন। মামলার ভয়ে সেদিন থেকেই নূর আলম তার এক বন্ধুর মেসে আত্মগোপন করেন। মামলা দায়েরের পর বাবলুর ভাই কামরুজ্জামান মাসুদ, ইসমাইল হোসেন সবুজ, আজাদ সহ তাদের সহযোগীরা এক মহলকে অর্থনৈতিক ভাবে প্রভাবিত করে রাতের আধারে কয়েকটি বাড়ি ভাংচুর করে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয় বলে অভিযোগ করে। এমতাবস্থায় শনিবার বেলা সাড়ে ১০টার দিকে নিহত নূর আলমের বন্ধু মোজাম্মেল ফোন করে বলে নূর আলম মারা গেছে। সে এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
নিহতের বাবা জেলা জাতীয়পার্টির (জেপি) সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আব্দুল মজিদ জানান,শাজাহানপুর থানা পুলিশের ইন্ধনে এবং বাবলুর হুকুমে পরিকল্পিত ভাবে নূর আলমকে হত্যা করা হয়েছে। হত্যার আগের দিন রাত পৌনে ১২ টার দিকে বাবলুর ভাই কামরুজ্জামান মাসুদ, ইসমাইল হোসেন সবুজ, আজাদ ও তাদের সহযোগীদের গন্ডগ্রাম পূর্বপাড়া রাস্তার উপর শলাপরামর্শ করতে দেখেছেন। এতে সন্দেহ হওয়ায় নুর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। পরদিন শনিবার বেলা সাড়ে ১০দিকে মেডিকেল থেকে কে বা কারা তাকে ফোন করে বলেছে নূর আলম মারা গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাবলুর ভাই কামরুজ্জামান মাসুদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বড়ভাই আব্দুর রশিদ বাবলু মারপিটে গুরুতর আহত অবস্থায় ক্যান্টনমেন্ট সিএমএই হাসাপাতালে চিকিৎসাধিন রয়েছেন। মারপিটের ঘটনায় আইনের আশ্রয় নেয়া হয়েছে। নুর আলমের মৃত্যুর খবর পুলিশের মাধ্যমেই পেয়েছেন। মদ্যপানের কারণে না কি কারণে নূর আলমের মৃত্যু হয়েছে তা তার জানা নেই।শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগ করতেই পারে। নূর আলম মারপিট মামলার ২নং আসামী। আসামী ধরতে অভিযান চালানো হয়েছে। কোন ভাংচুর করা হয়নি। অতিরিক্ত মদ্যপানের কারণে নূর আলমের মূত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলেও জানান তিনি।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শওকত জামিল জানান, মৃত অবস্থায় নূর আলমকে মেডিকেলে নিয়ে আসা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। অতিরিক্ত মদ্যপান করলে বমি বা মুখে ফ্যানা থাকার কথা। কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন অবস্থায় মরদেহটি মেডিকেলে নিয়ে আসা হয়েছে। মরদেহের চোখ দেখে ধারণা করা হচ্ছে মেডিকেলে নিয়ে আসার কমপক্ষে ১ ঘন্টা আগে মারা গেছেন। তবে পোষ্টমর্টেম রিপোর্ট ছাড়া কোন কিছুই বলা যাচ্ছে না।মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ জানান, মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে রাখা হয়েছে।