নানা নাটকীয়তার মধ্যে করোনা সন্দেহে মৃত্যু ব্যাক্তির লাশ দাফন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গে মারা যাওয়া ব্যক্তির লাশ নানা হট্টগোল ও নাটকিতার পর আজ শনিবার রাত ৯ টায় দাফন করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
জানা গেছে, উপজেলা প্রশাসন প্রথমে ওই ব্যক্তিকে একই এলাকায় দাফনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এলাকাবাসী তাতে বাধা দেন। এ অবস্থায় খানিকটা দূরে সরকারি মালিকানাধীন পীরের মাজারের পাশে দাফনের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তাতেও বাধা দেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাউল হোসেন এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সমর্থিত সাবেক ইউপি সদস্য সুজাউদ্দোলাসহ তাদের সমর্থকরা। একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখে। পরে বগুড়া থেকে অতিরিক্ত ২ প্লাটুন পুলিশ নিয়ে তাদের হটিয়ে কড়া নিরাপত্তায় লাশ দাফনের ব্যবস্হা করে পুলিশ।
সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) কুদরত-ই-খুদা শুভ বলেন,কয়েকজন দুষ্ট লোক এলাকায় ভুল বুঝিয়ে কয়েক হাজার লোক জড়ো করেন। শিবগঞ্জ থানার ওসি মিজানুুুর রহমান মানুষকে বুঝিয়ে ঘরে ফেরান। কিন্তু কবর খোড়ার লোক না থাকায় শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মোস্তাফিজ আর এস আই আহসান আরো দুই জনকে সাথে নিয়ে শুরু করেন কবর খুড়েন।দাফনের পর মোনাজাত করেেন উপজেলা চেয়ারম্যান রিজু।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস ছড়ার আশঙ্কায এলাকার কয়েক শত লোক রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান সহকারে আমরা লাশ দাফনের ব্যবস্হা করি।
এরআগে, করোনা সন্দেহে লাশের রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয় এবং এলাকার ২০ টি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।