কিশোরগঞ্জে জীবানুনাশক স্প্রে ছিটাচ্ছে ছাত্রলীগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ রাস্তা-ঘাট, গাড়ী ও দোকানে ছিটানো শুরু করেছে জীবানুনাশক স্প্রে।
শনিবার উপজেলার রাস্তায় দাড়িয়ে ছাত্রলীগের সদস্যরা গাড়ীতে ও দোকানে এ স্প্রে ছিটিয়েছে। করোনা ভাইরাস রোধে এ জীবানুনাশক স্প্রে গোটা উপজেলায় ছিটানোর উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে উপজেলার প্রধান বাজারে ঘুরে ঘুরে ছিটানো হয় জীবানুনাশক স্প্রে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি জানান- শুক্রবার উপজেলার বড়ভিটা ইউনিয়নে জীবানুনাশক স্প্রে ছিটানো শুরু হয়েছে। উপজেলার সকল ইউনিয়নে এ স্প্রে করা হবে। উপজেলা ছাত্রলীগ করোনা ভাইরাস রোধে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে এবং করবে। এর আগে উপজেলা ছাত্রলীগ কর্তৃক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম সপু জানান- ইউনিয়ন পর্যায়ে স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগ মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে কাজ করছে।