কাহালুতে জীবাণুনাশক পানি দিয়ে রাস্তা পরিস্কার

প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ার কাহালু থানা পুলিশের উদ্যোগে ও বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় রোববার কাহালুর বিভিন্ন এলাকায় জল কামান দিয়ে (শক্তিশালী জীবাণুনাশক) ব্লিচিং পানি ছিটিয়ে রাস্তা পরিস্কার করা হয়। রাস্তা পরিস্কারের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই আশিকুর রহমান (আশিক), শামীম, খায়ের, এম গাউস, তাহের, মানিক, পি এস আই উৎপল কুমার বোস, পারভেজ আলী, বাবুল ইসলাম, এ এস আই ওবায়দুল, জাহিদুর, আলমগীর, আমিনুর, মাসুদ রানা সহ কাহালু থানার অন্যান্য এস আই, এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ।