এক মাসের ভাতা সহ মাস্ক, সাবান ও করোনা সুরক্ষা পোশাক প্রদান করলেন এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন তার ১ মাসের সম্মানী ভাতা ১ লক্ষ ৭৩ হাজার ৫ শত টাকা সহ নগদ ৭৬ হাজার ৫ শত টাকা মোট আড়াই লক্ষ টাকার নির্বাচনী এলাকায় মাস্ক, সাবান ও করোনা সুরক্ষা পোশাক কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন।
রোববার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে এম পি আলহাজ্ব মোশারফ হোসেন প্রদত্ত্ব মাস্ক, সাবান ও করোনা সুরক্ষা পোশাক কেনার জন্য নগদ ৫০ হাজার টাকা কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর নিকট প্রদান করেন কাহালু উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক মো. ছেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, কাহালু পৌর বিএনপির আহবায়ক মো. দেলোয়ার হোসেন (বাদল), বিএনপিনেতা ফরিদুর রহমান ফরিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন আজাদ, প্রভাষক হাফিজার রহমান বাবু, ফরিদ উদ্দিন ফকির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর সাথে কথা বলা হলে তিনি বলেন, কাহালু-নন্দীগ্রাম এলাকার জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে বিরোধীদলের সংসদ সদস্য নির্বাচিত করেছন। শুধু তাই নয় সারা বাংলাদেশ থেকে বিএনপির ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মধ্যে আমি একজন। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে আমার নির্বাচনী এলাকার জনগনকে আমি এক মাসের সম্মানী ভাতা ১ লক্ষ ৭৩ হাজার ৫ শত টাকা সহ নগদ ৭৬ হাজার ৫ শত টাকা মোট আড়াই লক্ষ টাকার মাস্ক, সাবান ও করোনা সুরক্ষা পোশাক কেনার জন্য নগদ অর্থ প্রদান করেছে তা ইতিমধ্যে আমার বিএনপির নেতৃবৃন্দ বিতরণ শুরু করেছেন।
তিনি আরও বলেন, নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সকল এম পি, উপজেলা চেয়ারম্যান, ইউ পি চেয়ারম্যান সহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার উদাত্ত্ব আহবান জানান।