হিলি বাজারে ক্রেতা শূন্য, কমেছে সবজির দাম

করোনার প্রাদুর্ভাবে দিনাজপুরের হিলি বাজারে ক্রেতা শূন্য, কমেছে সব্জির দাম, স্বাভাবিক রয়েছে মাছের বাজার। সব্জির দাম কম হওয়ায় স্বস্তি ফিরছে খেটে খাওয়া দিনজুরদের। বেচা কেনা কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে এমনটিই বলছেন সব্জি ব্যবসায়ীরা।
হিলির বিভিন্ন বাজার ঘুরে দেখা জানা যায়, করোনা ভাইরাসের সতর্কতা জারির আগে সব্জির যে দাম ছিলো এখন তার চেয়ে প্রতিটি সব্জির দাম অনেকটাই কম। প্রকার ভেদে পেঁয়াজের খুচরা দাম ছিলো ৫০ টাকা কেজি,আজ শনিবার (২৮ মার্চ) তা খুচরা দাম ৪০ টাকা কেজি দর, বেগুন ছিলো ২০ টাকা এখন ১০ টাকা, পটল ছিলো ৭০ টাকা তা এখন ৫০ টাকা, ঢেঁড়স ছিলো ৭০ টাকা তা এখন কমে হয়েছে ৫০ টাকা, প্রতি পিচ পাতাকপি ছিলো ১৫ টাকা আজ তা ৮ টাকা,টমেটোর দাম ছিলো ৩০ টাকা এখন ২০ টাকা, কাঁচা মরিচ ছিলো ৬০ টাকা তা এখন ৩৫ টাকা, শিমের দাম ছিলো ৫০ টাকা এখন তা ৩০ টাকা, মিস্টি কুমড়ার দাম ছিলো ৩০ টাকা এখন তা ২০ টাকা, রসুনের দাম ছিলো ৯০ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
একজন সব্জি কিনতে আসা রিক্সওায়ালা আযাদের সাথে কথা হয় সে জানান, বাজারে সব্জি কিনতে এসে স্বস্তি পাচ্ছি। ক’দিন আগে যে দামে সব্জি কিনেছিলাম আজ বাজারে প্রতিটি সব্জির দাম অনেকটাই কম। বর্তমান উপার্জন কম হলেও সব্জির বাজার কম হওয়াতে কিছুটা পুশে নিতে পারছি।
খুচরা সব্জি ব্যবসায়ী সাগর হোসেন বলেন, সকাল থেকে দোকান খুলে বসে আছি। বাজারে ক্রেতার সমাগম কম। কয়েকদিন যাবত একি অবস্থা। সব ধরনের সব্জি দোকানে সাজিয়ে রেখেছি। বিক্রি করার লোক পাচ্ছি না। কাঁচা পন্য সময় মত বিক্রি না করতে পারলে সব পচে যাবে।
এদিকে মাছ বাজার ঘুরে দেখা যায়, মাছের বাজার আগের মতো স্বভাবিক রয়েছে। তবে কিছু কিছু মাছের দাম একটু বেশি। দাম বেশি জানতে চাইলে মাছ ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, করোনা সতর্কতা জারির কারনে বাহির থেকে মাছের আমদানি হচ্ছে না এবং এলাকায় যাদের পুকুর আছে তারা মাছ তুলছে না।
তিনি আরও জানান, প্রতিটি মাছের দাম ১০ থেকে ২০ টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে।