দুপচাঁচিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধকল্পে পুলিশ সুপারের ব্রিফিং

দুপচাঁচিয়ায় আজ রোববার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে দুপচাঁচিয়া থানার সকল কর্মকর্তা ও কন্সটেবলদেরকে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার বগুড়া আলী আশরাফ ভূঞা(বিপিএম বার)।
সচেতনতামূলক এ ব্রিফিংয়ে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম সহ সকল উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও কন্সটেবলবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ওইদিন বিকেলে পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় দুপচাঁচিয়া পৌর এলাকায় জলকামানের মাধ্যমে জীবানুনাশক ছড়ানো হয়। এসময় ইউএনও এসএম জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।