বগুড়ার শেরপুরে করোনা প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান : জরিমানা আদায়
_PIC-29.03_.2020_.jpg)
বগুড়ার শেরপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ, বিস্তার ও সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযানে নেমেছেন টাস্কফোর্স। প্রথমদিনেই সরকারি নির্দেশ অমান্য করে অহেতুক রাস্তা-ঘাটে ঘোরাফেরা ও পরিবহনে যাত্রীবহন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫১জনের নিকট থেকে ৭৩হাজার টাকা জরিমানাও আদায় করেছেন।
আর এই খবরে মুহুর্তের মধ্যে লোকজন বাসা-বাড়িতে ঢুকে পড়েন। ফাঁকা হয়ে যায় রাস্তা-ঘাট। এরপর থেকে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতিত অন্যান্য সব দোকান ও হাট-বাজার বন্ধ রয়েছে। এদিকে টাস্কফোর্সের এই অভিযান কালে গোপনে সংবাদ পেয়ে একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় গাঁজাসহ ওই ট্রাক চালককেও আটক করা হয়। গতকাল শনিবার ও আজ রোববার দিনভর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেনসহ উপজেলা-পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ উপেক্ষাকারীদের বিরুদ্ধে গঠিত টাস্কফোর্স অভিযানে নেমেছেন। গতকাল শহরের ধুনটমোড় এলাকায় অভিযান চলাকালে অহেতুক বাড়ির বাইরে ঘোরাফেরা করা, বিভিন্ন পরিবহনে যাত্রীবহন, মোটরসাইকেলে একাধিক আরোহী নিয়ে চলাচল এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ৫১জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে উক্ত পরিমান টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অভিযান চলাকালে গোপনে সংবাদ পেয়ে ঢাকাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্টো ট-২০-৪৭৩৫) তল্লাশি চালানো হয়। এসময় গাঁজাসহ ওই ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চৌবাশিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে আব্দুল কুদ্দুসকে (৩২) আটক করা হয়।
পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এ প্রসঙ্গে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।