২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বি জি বি কর্তক বিপুল পরিমানে ডেকসিন ট্যাবলেড উদ্ধার

আজ রোববার দুপর ১২ টায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হকের দিগ নির্দেশনায় মংলা বিশেষ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো: ছালাউদ্দীন ও সিপাহী মো: সজিবের নেতুত্বে নন্ডিপুর সিমান্তের ২৮৭ এস নং ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নন্ডিপুর কাচা রাস্তায় এক সাড়াঁশী অভিয়ান চালিয়ে অভারতীয় ডেকসিন ট্যাবলেড ৯৮ হাজার পিছ উদ্ধার করেন। যাহার সর্বমোট মুল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।