করোনা ভাইরাস: বগুড়ার শেরপুরে খাদ্য সহায়তা পাচ্ছেন ২৫০০ পরিবার

প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে দেশের অন্যান্য জেলা-উপজেলার মতোই প্রায় অচল বগুড়ার শেরপুর উপজেলা। আর এই অচলাবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাই কর্মহীন হয়ে পড়া এই উপজেলার ২৫০০ পরিবারকে সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব প্রতিটি পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হবে। এছাড়া খাদ্য কেনার জন্য নগদ টাকাও বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (৩০মার্চ) থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, এই উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের বিপরীতে পঁচিশ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে শিশু খাদ্য কেনার জন্য দশ হাজার করে নগদ টাকাও বরাদ্দ দেয়া হয়েছে। মানুষ যাতে খাদ্যের অভাবে না ভোগে সেজন্য সরকারিভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনে খাদ্য সহায়তা আরও বাড়ানো হবে। এই কর্মকর্তা আরও জানান, এই উপজেলাকে নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সংকটময় পরিস্থিতিতে আমরা সব সময় উপজেলাবাসীর পাশে আছি। তবে করোনা ভাইরাসের কারণে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ সবচেয়ে। কারণ বাসা-বাড়ি থেকে বের হতে না পেরে দিনমজুর, কুলি, হোটেল শ্রমিক , রিক্স ও ভ্যান চালকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাই সরকার তাদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় এই উপজেলার ২৫০০পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে এই চাল বরাদ্দের চিঠি পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। আর্থিক সংকটে পড়া অসহায় নিম্নআয়ের লোকজন পৌরসভা ও স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে এই চাল পাবেন। তবে সরকারি বিধি মোতাবেক তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবেন বলেও জানান এই কর্মকর্তা জানান।