শাজাহানপুরে রাস্তা দখল করে সাংসদের ‘এমপি ক্লাব’ বাঁধা দেয়ায় পিটুনি
_Pic-29.03_(1)_.jpg)
বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকায় রাস্তার জায়গা দখল করে স্থানীয় সাংসদ রেজাউল করিম বাবলু ‘এমপি কাব’ নামে একটি সংগঠনের স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে তাতে বাঁধা দেয়ায় বাবু (২৭) নামে এক যুবলীগ নেতাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।রবিবার দুপুরে বাবু নামের ওই যুবলীগ নেতা দশজনকে অভিযুক্ত করে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এঘটনায় মিজান (২৩) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।বাবু উপজেলার ডোমনপুকুর জায়দার পাড়ার নজরুল ইসলামের পুত্র এবং মাঝিড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক।
বাবু জানান, রবিবার বেলা ১১ টার দিকে মাঝিড়া-বীরগ্রাম বাইপাস সড়কের ডোমনপুকুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সামনে রাস্তার জায়গা দখল করে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর লোকজন ‘এমপি কাব’ নামে একটি সংগঠনের স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তাতে বাঁধা দেয়া হয়। এসময় সেখানে হাবিবুর রহমান, দুলাল হোসেন, সুমন, সাচ্চু সহ বেশ কয়েকজন স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে এমপি কাবের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক রমজান আলীসহ সোহেল রানা, সম্রাট, আমিনুল ইসলাম সহ ১০-১২ জন অতর্কিত ভাবে তাকে মারপিট শুরু করে এবং তার কাছে থাকা দুইটি মোবাইল সেট ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়া মাস খানেক আগেও ওই জায়গা দখল করে এমপি কাব নির্মাণের চেষ্টা করা হয়েছিল। সেসময় প্রশাসন সেখানে লাল পতাকা টানিয়ে দিয়েছিল। আবার সেখানে কাব নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
খরনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ জানান, ওই জায়গাটি সরকারী রাস্তার জায়গা। প্রায় মাস খানেক আগে ওই জায়গা দখলের চেষ্টা করা হয়েছিল। সেসময় সেখানে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছিল এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। আবারো সেখানে জায়গা দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই নূর ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মিজান নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের কর্মকর্তা সিমানা প্রাচীর রক্ষার্থে সেখানে মাটি কাটার জন্য লিখিত ভাবে আবেদন করেছিলেন। সরকারী সম্পদ রক্ষার্থে সরকারী বরাদ্দ থেকেই সেখানে মাটি ফেলা হয়েছে। তাছাড়া যারা বাঁধা দিয়েছে তারা হাসপাতালের গেটে রোগীদের ডিস্টার্ব করে এবং রাতে হাসপাতালের ভিতর জুয়া খেলে। এরা বখাটে।