করোনা সন্দেহে বিরামপুরে এক জনের মৃত্যু
.png)
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তাপসি গ্রামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির জর, স্বর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাসায় মৃত্যু বরন করেছেন।
এবিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ জানান, মৃত ফরহাদ হোসেন গত ১০দিন পুর্বে কুমিল্লা থেকে নিজ গ্রামে আসে এসময় তার জ্বর, স্বর্দি ও শ্বাসকষ্ট থাকলেও সে ভয়ে কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা চালান।
আজ সোমবার ভোরে সে নিজ বাসায় মৃত্যু বরন করেন।
তবে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মৃত বৃক্তির নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরকে জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। তিনি আরো জানান, মৃত বৃক্তিকে বিধি মোতাবেত যাবতিয় কার্য সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।