করোনা ভাইরাস মোকাবেলায় কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস মোকাবেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হোটেল, চায়ের দোকান, রেঁস্তোরাসহ অন্যান্য দোকান পাট বন্ধ, ঘর থেকে বের না হওয়া, হাতে কাজ না থাকায় কর্মজীবি মানুষ হয়ে পড়েছে কর্মহীন। ঠিক এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।
আজ সোমবার দুপুরে তার গাড়িতে ৫০ জনের খাবার নিয়ে গিয়ে উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করেছে। বিতরণ করার সময় উপস্থিত ছিলেন চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি। চাঁদখানা ইউনিয়নের ৫০ জন কর্মহীন মানুষদের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ৬ কেজি আলু, ৫০০ গ্রাম মুশুর ডাল ও ৫০০ গ্রাম সয়াবিন তেল প্যাকেট করে বিতরণ করা হয়। কর্মহীন মানুষরা খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়ে জানান- হামার আর খাবারের চিন্তা নাই। ঘরত বসু থাকমো। হামরাও সুস্থ্য থাকমো-অন্য মানুষগুলাও সুস্থ্য থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান- কর্মহীন মানুষদের পাশে সরকার আছে ও থাকবে। প্রশাসনের তরফ থেকে বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজ ৫০ জনের মাঝে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৫ শ’ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হবে। তিনি আরও জানান- উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সোমবার উপজেলা শহরের রাস্তা-ঘাট ও অফিসে অফিসে জীবানুনাশক স্প্রে করা হয়েছে এবং অব্যাহত থাকবে।