নন্দীগ্রামে পল্লিতে কৃষকের ৪টি খড়ের পালাতে আগুন

নন্দীগ্রামে পল্লিতে কৃষকের ৪টি খড়ের পালাতে আগুন দিয়েছে দূর্বিত্তরা। প্রাপ্ত তথ্য জানা গেছে গতকাল রবিবার রাতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের ভবানী পুর গ্রামের আফছার আলীর পুত্র দুদু তালুকদারের ৪টি খড়ের পালায় দূর্বিত্তরা রাত আনুমানিক ১টার সময় আগুন লেগে দেয়।
এতে খড়ের পালা গুলি পুড়ে ছাই হয়ে যায় ৪ টি থড়ের পালার আনুমানিক মূল্য হল ৪০ হাজার টাকা বিষয়টি অত্র ওয়ার্ডের মেম্বার মো: আল আমিন নিশ্চিত করেছেন।