করোনা প্রতিরোধে দুপচাঁচিয়ায় ব্র্যাকের উদ্যোগে জীবানুনাশক স্প্রে

‘করোনা ভাইরাস(কভিট-১৯) প্রতিরোধে আতংক নয়, চাই সচেতনতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার দুপুরে ব্র্যাক দুপচাঁচিয়া শাখার আয়োজনে পৌর এলাকার বিভিন্ন স্থানে জীবানু নাশক ছড়ানো হয়েছে।
দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে জনসচেতনতামূলক এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় থানার এসআই জাকির হোসেন, এসআই হাবীব, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক খন্দকার আব্দুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মোনায়ামে খান, জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল করিম, মাঠ সমন্বয়ক রেদোয়ানুজ্জামান, এলাকা ব্যবস্থাপক আইনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক(দাবী) এবিএম জহুরুল হক, শাখা ব্যবস্থাপক(বিসিইউপি) নুরুজ্জামান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাক দুপচাঁচিয়া শাখা সচেতনতামূলক প্রচারনা অব্যাহত রেখেছে।