সাপাহারে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন ইউএনও কল্যাণ চৌধুরী
.jpg)
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিস্ম আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি মোকাবিলায় নওগাঁর সাপাহারে ১ হাজার পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী আিফসার কল্যাণ চৌধুরী।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সামগ্রী আজ সোমবার সকাল ১০টা থেকে দিন রাত সমান তালে উপজেলার ৬টি ইউনিয়নের ১হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী আিফসার কল্যাণ চৌধুরী উপস্থিত থেকে প্রতিটি পরিবারের মধ্যে ১০কেজি চাল,২কেজি আলু ,৫শ গ্রাম ডাল ও একটি করে সাবান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, পিআইও সোয়াইব হোসেন সহ গণমাধ্যমকর্মীগণ ।