পঞ্চগড় ৫৭৬১ পরিবারকে সরকারি সহায়তা হিসেবে চাল ও নগদ টাকা বিতরণ

করোনা ভাইরাস মোকাবেলার জন্য পঞ্চগড় জেলায় ২শ মে.টন জিআর চাল এবং ৯ ল টাকা জিআর ক্যাশ মজুদ রয়েছে। সেখান থেকে আজ সোমবার পর্যন্ত পঞ্চগড়ের পাঁচ উপজেলার ২ হাজার ৮৮৯টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২৯.৭২০ মে. টন চাল এবং ২ হাজার ৮৭২টি পরিবারের মধ্যে নগদ অর্থ হিসেবে ৪ লাখ ৯১ হাজার ৫৪০ টাকা বিতরণ করা হয়েছে।
এদিকে আজ সোমবার পঞ্চগড় জেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ১৩৪ জন অবস্থান করছেন। আইসোলেশনে কেউ নেই। কেয়ারেন্টাইন থেকে মোট ৪৬ জন ছাড়পত্র পেয়েছেন, ফলে গত দুই দিনে মোট ৫৬০ জন ছাড়পত্র পেয়েছেন। জেলা পুলিশ বিভাগের তথ্যমতে গত ১ মার্চ থেকে বিদেশ প্রত্যাগতের মোট সংখ্যা ৯৭৪ জন। পঞ্চগড় জেলায় সরকারি ৫টি চিকিৎসা কেন্দ্রে ৭৬ জন ডাক্তার ও ১৫২ জন নার্স সার্বক্ষণিকভাবে অবস্থান করছেন। জরুরী ঔষধ মজুদ আছে। ব্যক্তিগত সুরা সামগ্রী (পিপিই) মজুদ রয়েছে ৫২১টি। এর মধ্যে বিতরণ করা হয়েছে ১৩৯টি। কোভিড-১৯ চিকিৎসার জন্য ৩০টি বেড প্রস্তুত রয়েছে। এছাড়া বেসরকারি ৭টি চিকিৎসা কেন্দ্রে ২১ জন ডাক্তার ও ২১ জন নার্স রয়েছেন। সেখানে কোভিড-১৯ চিকিৎসার জন্য ১৪টি বেড প্রস্তুত রয়েছে। কোভিড-১৯ আক্রান্ত্র ব্যক্তির জরুরী চিকিৎসায় স্থানান্তরের জন্য একটি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা কেন্দ্রে জরুরী বিভাগে আইসোলেশন ব্যবস্থা আছে।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ২০ হাজার, জেলা পরিষদের উদ্যোগে ৫ হাজার, পৌরসভার উদ্যোগে ৫ হাজার এবং পুলিশ বিভাগ এক হাজার ৭৫০টি মাস্ক স্থানীয়ভাবে প্রস্তুত করে মোট ৩৩ হাজার ৫শ মাস্ক জনসাধারনের মধ্যে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।