বগুড়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে ৩’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বগুড়ায় অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের একঝাঁক তরুণ নেতৃবৃন্দ। রবিবার থেকে শুরু হওয়া চলমান এই কার্যক্রমে প্রথম দিনেই বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর নির্দেশনায় রবিবার বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দিয়ে অসহায়দের হাতে ভিড় এড়িয়ে খাদ্য-সামগ্রী তুলে দেন জেলা ছাত্রলীগ নেতা আল-নোমান সাব্বির। শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বুলবুলের নিজস্ব অর্থায়নে এলাকাভিত্তিক ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তানিন, আহসান গালিব প্লাবন সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ছাত্রলীগের এই ত্যাগী নেতৃবৃন্দরা সকলকে সচেতন ও পরিচ্ছন্ন থাকার অনুরোধ জ্ঞাপন করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে সরকারের সকল নির্দেশনা মেনে সচেতনতার মাধ্যমে সন্মিলিতভাবে এই করোনা ভাইরাস মোকাবেলার আহব্বান জানান। সেই সাথে সাধারণ জনগণের যেকোন প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা তাদের পাশে থাকবে বলেও সকল অসহায় মানুষদের আশ^স্ত ও ভরসা প্রদান করেন নেতৃবৃন্দরা।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার