বিরামপুরে করোনা উপসর্গে মৃতব্যক্তির দাফন সম্পন্ন

কুমিল্লায় ইতালি ফেরত প্রবাসীর বাড়িতে কাজ করাকালিন জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা উপসর্গ দেখা দিলে গত ২২ মার্চ আসা বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তফসী গ্রামের বাড়িতে এক ব্যক্তির আজ ৩০ মার্চ সোমবার ভোরে মৃত্যু বরণ করেন। প্রশাসনের কঠোর নির্দেশনায় মৃত ব্যক্তির বাড়ি সহ আশেপাশের ৪০ টি বাড়ির সবাইকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং গ্রাম পুলিশের কড়া নজরদারিতে গ্রামটিকে রাখা হয়েছে যাতে কেউ গ্রাম থেকে বের হতে না পারে ও ঢুকতেও না পারে। প্রশাসনের প থেকে খাদ্যদ্রব্য ও জরুরি ঔষুধ সরবরাহ করা হচ্ছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা এজন্য জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ও আইইডিসিআরের প্রতিনিধিগণ তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন। পরীার রিপোর্ট হাতে পেলেই জানা যাবে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে বিরামপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোঃ মোখলেছুর রহমান সহ ৭ জনের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়।