গাজীপুরে ঘরের ভেতর স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ

গাজীপুরের কাশিমপুর থানার পানিশাইল এলাকায় একটি ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও তাদের আড়াই মাসের মেয়ে মোহিনী।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বাড়ি পানিশাইল এলাকায়।
ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো মোশারফের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ধারণা করছে, কোনো কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।