রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছে সাংসদের পক্ষে উপজেলা জাতীয় পার্টি
গভীর রাতে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নীলফামারী-৪ আসনের সাংসদের পক্ষে উপজেলা জাতীয় পার্টি।
সোমবার রাত ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিক, ভ্যান ও অটো চালক ৬৩ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম রশিদ।
করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম চালাবেন বলে উপজেলা জাতীয় পার্টির তরফ থেকে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের কারণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়েছে হোটেল শ্রমিক, ভ্যান-অটো চালক, সেলুন, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ। ঠিক তখনেই নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের নির্দেশে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম রশিদ।
সোমবার রাত ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হোটেল শ্রমিক, ভ্যান ও অটো চালক ৬৩ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেন। খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল চাল ৫ কেজি, ৫ শ’ গ্রাম ডাল, ৫ শ’ গ্রাম তেল, ৫ শ’ গ্রাম লবন, ২ কেজি আলু ও ১টি লাক্স সাবান। খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি সবাইকে মাস্ক পড়িয়ে দেন। এসময় তিনি বলেন- বাড়িতে বাড়িতে অবস্থান করুন, সুস্থ্য থাকুন, সকলকে সুস্থ্য থাকতে সহায়তা করুন। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা মোঃ মজিদুল ইসলাম মিন্টু ও ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক শাকিল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম রশিদ জানান- এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা জাতীয় পার্টি কর্মহীন অসহায় মানুষদের পাশে আছে এবং থাকবে। সোমবার রাতে খাদ্য সামগ্রী ৬৩টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি। করোনা ভাইরসা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।