একটু কষ্ট করুন দেখুন নতুন পৃথিবী...

নীল আকাশে জ্বলজ্বল করে আলো ছড়াচ্ছে সুর্য। আকাশের দিকে তাকিয়ে দেখুন কত বছর পর এমন আকাশ আপনি দেখছেন? নেই বায়ু দুষণ, নেই শব্দ দুষন! এক করোনা ভাইরাস বদলে দিয়েছে গোটা পৃথিবীকে! প্রায় সবাই ভয় পেয়ে ঘরে ঢুকেছেন। কেউ কেউ একটু বেশী সাহস দেখিয়ে করোনাকে উপেক্ষা করতে গিয়ে নিজ শরীরে সংক্রমন ঘটিয়েছেন। চিকিৎসকরা বলছেন, মৃতের হার বেশী নয়। কিন্তু বাংলাদেশে সাধারন শ্বাসকষ্ট নিয়ে রোগীরা যখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন, তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে! কিন্তু কেন? এ রোগতো বাতাসে ছড়ায় না। তাহলে ওরা কি চিকিৎসা পাবেননা? না, কোন আক্ষেপ নয়। বাস্তবতাটা বললাম। যেকারনে বিদেশীদের ফিরিয়ে নিল তাদের দেশ।
বাংলাদেশে করোনার থাবা ততটা গভীর নয় যতটা ইটালী, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট সহ বিভিন্ন দেশে। চীন এখন অনেকটাই ভাল অবস্থানে। নতুন করে কেউ আক্রান্ত হয়নি। ১৯৯টা দেশ করোনার থাবায় হয় লক ডাউন, না হয় হোম কোয়ান্টারাইনে থাকার জন্য ছুটি দিয়েছে। ফলে ভারী যানবাহন বন্ধ হয়ে গেছে। নেই তেমন মানুষের কোলাহল। কিন্তু সবাই মানতে পারছেনা দু’সপ্তাহের ঘরবন্ধী জীবন। ওরা বাইরে বের হতে চায়। যেমন চায় ইটালীর মানুষ! ওরা এখনও নাকি বের হচ্ছে নানা কারনে। এক যুবক ইটালী থেকে লাইভে বললেন, ইটালীর যে অবস্থা তাতে বাইরে বের হওয়াতো দুরের কথা আপনি জানলা দিয়ে উঁকি দিতেও ভয় পাবেন!
কিন্তু বাংলাদেশের অল্পকিছু মানুষ পেটের দায়ে রিক্সা অটো রিক্সা নিয়ে বের হয়েছেন রাস্তায়।কি করার আছে? ওরাতো পেটকে থামিয়ে রাখতে পারবেনা। যদিও করোনার কারনে পৃথিবীর প্রায় সকল মানুষ আতংকিত! করোনা বদলে দিয়েছে পৃথিবীর চেহারা। বদলে গেছে আবহাওয়া। বদলে যাবে মানুষের মন। কিন্তু করোনা কবে বিদায় হবে তা কিন্তু এখনও জানা যায়নি। ফলে নানাজনে এখন ভয়ের মধ্যেই সময় পার করছেন।
তবে গতকাল সোমবার আমেরিকার কয়েকজন বিজ্ঞানী জানিয়েছেন, যেসব দেশে আদ্রতা কম এবং তাপমাত্র বেশী সেখানে করোনা খুব সুবিধা করতে পারবেনা। বর্তমান সময়ে বাংলাদেশে আদ্রতা কম এবং তাপমাত্রাও বেশী। এমন আশারবানীতে আমাদের সন্তুষ্ট হওয়ার কারন নেই। একটু সতর্ক থাকলে কি এমন ক্ষতি? মাত্রতো দু’সপ্তাহ।একটা নতুন পৃথিবীকে দেখার ইচ্ছা নিয়ে ক’দিন নাহয় ঘরেই থাকলাম।