দুপচাঁচিয়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করনোভাইরাসের কারণে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক মন্ডলীর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, আলু, ডাল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা এম, সরওয়ার খান, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সদস্য মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা ফসিউল আলম খান বাবু, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংবাদিকগণ সহ শিক্ষকমন্ডলী।
প্রতিষ্ঠানের ১’শ ১৪জন দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।