গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের এর উদ্যোগে কম সুবিধা ভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
আজ বৃহস্পতিবার সকালে এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে সার্ভিস প্রোগ্রামের আওতায় আই পি ডি জি-৭ এপে: খন্দকার জাহাঙ্গীর আলম ও ফ্লোর মেম্বার উপজেলা চেয়ারম্যান এপে: আব্দুল লতিফ প্রধানের অর্থায়নে গোবিন্দগঞ্জ বন্দরে ১৫০জন কম সৌভাগ্যবান দের মানুষের মাঝে চাল ৫ কেজি,ডাল ১ কেজি,তেল ১ লিটার,সাবান ১টি সহ, প্যাকেট বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আই পি ডি জি-৭ এপে: খন্দকার জাহাঙ্গীর আলম, অত্র ক্লাবের প্রেসিডেন্ট এপে: মনোয়ার হোসেন রাজু, আইপিপি শাহারুল ইসলাম টিটু, সেক্রেটারি ডি এন ই এপে: জিল্লুর রহমান সরকার, সিনিয়র প্রেসিডেন্ট এপে: কাজী আসাদুজ্জামান উল্লাস,, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, এপে: তুহিন, এপে: মিজান সহ প্রমুখ।