যশোরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরে আল-আমিন (২৭) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার রাত ১০টার দিকে শহরের খড়কি এলাকায় ঘটনা ঘটে। এতে আরো দুইজন গুরুতর জখম হয়েছে।
নিহত আল আমিন শহরের খড়কি এলাকার আলমগীর হোসেনের ছেলে। একই ঘটনায় আহতরা হলেন একই এলাকার আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২২) ও সাহেব আলী (৪৫)।
আহত সাহেব আলী বলেন, বুধবার রাতে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথে জামাল ও হিরার নেতৃত্বে আরো ৮-৯ জন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আমরা বাধা দিলে আমাদেরও আঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা আলামিনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে খুলনায় নেওয়ার পথে রাত ১২টার দিকে মারা যান তিনি। আল আমিনের সঙ্গে বালু ব্যবসা নিয়ে জামাল ও হিরার সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।