নওগাঁয় এক মৃতদেহ উদ্ধার

নওগাঁ সদর উপজেলা থেকে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (০৫ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া সদর উপজেলার আদম দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের সোলেমানের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোরওয়ার্দী জানান, দুপুরে সুমাইয়ার নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্নহত্যা নাকি হত্যা এখনো সেটা নিশ্চিত না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ ,মরদেহ উদ্ধার
৪ এপ্রিল, ২০২০