দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের আলেক খান করোনা উপসর্গ নিয়ে আজ রোববার দুপুর ১২ টায় মারা যায়।গতকাল শনিবার রাত ১১ টায় আলেক খানের করোনা উপসর্গ পাওয়া গেলে তার বাড়িসহ আশপাশের ৭ টি বাড়ি লকডাউন করে দেয় দাউদকান্দি উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শাহিনুর আলম বলেন,” আমরা আলকে খানের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছি।আইইডিসিআর এর ফলাফল হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে আলেক খানের মৃত্যুর কারণ সম্পর্কে। ”