সিলেটে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত

সিলেটে করোনাভাইরাস (কেভিড-১৯) আক্রান্ত একজনকে শনাক্ত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় আইইডিসিআর থেকে ওই রোগীর করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। ওই রোগীর বাড়ি নগরীর হাউজিং এস্টেট এলাকায়। আক্রান্ত ব্যক্তি চিকিৎসক বলে জানা গেছে। তিনি নিজ বাসাতেই রয়েছেন। সিভিল সার্জন জানিয়েছেন, তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ওই ব্যক্তি কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল শনিবার তার রক্তের নমুনা আমরা ঢাকায় পাঠাই। আজ বিকালে রিপোর্ট পজেটিভ আসার কথা জানানো হয়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে নতুন যে ১৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে সিলেটের এই রোগী সেই হিসাবের বাইরে বলেও জানান তিনি।
দেশে করোনাভাইরাস সংক্রমণের পর প্রবাসীবহুল সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চালু করা হয়েছে করোনা আইসোলেশন সেন্টার। এই সেন্টারে করোনা আক্রান্ত সন্দেহে প্রতিদিনই একাধিক রোগী ভর্তি হলেও শনিবার পর্যন্ত পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। আজ যে ব্যক্তি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন তিনি তার বাড়িতেই ছিলেন। তবে তিনি কীভাবে কার কাছ থেকে সংক্রমিত হলেন সে ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।