ফরিদপুর ও রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় দুই জন এবং রাজবাড়ীর পাংশা উপজেলায় একজন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এর মধ্যে ফরিদপুরের দুই জন সত্তুরোর্ধ্ব এবং রাজবাড়ীর ওই ব্যক্তির বয়স ত্রিশোর্ধ্ব বলে জানা গেছে।
জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের আবু সেখ (৭০) করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। গত শনিবার হাসপাতালে চিকিৎসা নিতে এলে পরের দিন তাকে আইসোলেশনে নেয়া হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, ওই ব্যক্তি কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিডনি জটিলতায়ই তার মৃত্যু হয়েছে।এরপরও নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যেতে পারে।
ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের চারটি বাড়ি কোয়ারেন্টিন করা হয়েছে বলে জানিয়েছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার। এদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামে আব্দুস সালাম মাতুব্বর (৭০) আজ মারা গেছেন। তার পরিবারের ভাষ্যমতে, আজ শেষ রাতের দিকে জ্বর ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন উদ্দিন স্বজনদের বরাত দিয়ে জানান, ওই বৃদ্ধ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার জ্বর শ্বাসকষ্টসহ নানা শারীরিক অসুস্থতা ছিল। স্বজনেরা তার মৃত্যুর খবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান। তিনি করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
আব্দুস সালাম লিভার ক্যান্সারের রোগী ছিলেন। এরপরও নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা ইউএনও রাকিবুর রহমান খান। এছাড়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকায় জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা নিয়ে রুহুল আমিন (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। রুহুল আমীন পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। আজ সোমবার বেলা ৩টার দিকে তার নিজ বাড়িতে তিনি মারা যান। এরই মধ্যে তার শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল জানান, রুহুল আমীন ঢাকা থেকে গতকাল রোববার সকালে বাড়ি আসেন। তিনি জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিলেন। আজ মারা গেলে বিষয়টি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানানো হয়।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, রুহুল আমীন ঢাকার নবীনগর এলাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি গত শনিবার ঢাকা থেকে পাবনায় তার শ্বশুর বাড়ি যান। সেখান থেকে গতকাল রোববার সকালে পাংশা উপজেলার বাহাদুরপুর নিজের বাড়ি আসেন। তার শরীরে করোনার উপসর্গ ছিল বলে জেনেছি।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন জরুরি বৈঠক করে। বৈঠকে ইউএনও মো. রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার ওসি মো. আহসানউল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি উপস্থিত ছিলেন। বৈঠকে সেনগ্রাম গ্রাম পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। আর তার সংস্পর্শে আশা তার পরিবার ও পল্লী চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।