প্রাণঘাতী করোনাকে ঠেকাতে হাকিমপুরে সেচ্ছায় অঘোষিত লকডাউন এক গ্রাম

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পালপাড়া গ্রাম স্বেচ্ছায় অঘোষিত লকডাউন করেছেন গ্রামের যুবসমাজ।
মঙ্গলবার বিকেল থেকে পালপাড়া গ্রামের দুটি প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। একান্ত প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে ও গ্রাম থেকে বাইর হয়ে ফিরে আসলে তাদের হাত ধুয়ে ও জীবানুনাশক প্রয়োগের পর মিলছে অনুমতি। ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় এ উপজেলা যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করে কিছু লোক অপ্রয়োজনে এই গ্রামে অবাধে বহিরাগতরা চলাফেরা করছে। ফলে করোন সংক্রমানে ঝুঁকির কথা চিন্তা করে যুবসমাজরা বৈঠক করে এ গ্রামকে অঘোশিত লকডাউন ঘোষণা করেন।
এ ব্যাপারে হাকিমপুর থানা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, করোনা মোকাবিলায় সরকার চাচ্ছে ঘর থেকে কেউ যেন বের না হয়। সে উদ্দেশ্যে এ উদ্যোগ ভালো হয়েছে।