বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করছেন মতিন সরকার

কোভিড ১৯ বা করোনাভাইরাসের সংক্রমণে সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের সকলে আজ চিন্তিত। দেশব্যাপী চলা সাধারণ ছুটি বা অঘোষিত লকডাউনে নিজেদের জীবন বাঁচাতে সাধারণ খেঁটে খাওয়া মানুষগুলোও আজ নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। কিন্তু অসহায় মানুষগুলোর তো কাজ না করলে আর পেটে ভাত জুটবে না তাই সৃষ্টিকর্তার ভরসায় সাহায্যের জন্যে আকুলভাবে তাকিয়ে আছে অন্যের দিকে। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ১ মাস হতে না হতেই ইতিমধ্যে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পরিবারে খাদ্যের সংকট দেখা দিয়েছে যে কাতারে অনেক মধ্যবিত্ত পরিবারও রয়েছে।
এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবতার দূত হয়ে বগুড়ায় অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নিরহংকারী ব্যক্তিত্ব আব্দুল মতিন সরকার। বাড়ি বাড়ি গিয়ে বগুড়া পৌরসভার ১,৩ ও ৪ নং ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় ৩ হাজার কর্মহীন দিনমজুর এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এই নেতা।খাদ্যসামগ্রীস্বরুপ তিনি প্রতিটি পরিবারের জন্য দিয়েছেন ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবন ও ২০০ মিলি রাহুল সরিষার তেল।
করোভাইরাস এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকে বগুড়ায় হাতেগণা যে কয়জন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে তার মাঝে প্রচারবিমুখ এই মানুষটি অন্যতম। আর যারা যারা তার এই সহযোগিতা পেয়েছে তার মাঝে অনেকেই অশ্রুসিক্ত চোখে তাদের প্রিয় মতিন ভাইয়ের জন্য অন্তর থেকে জানিয়েছে কৃতজ্ঞতা ও ভালবাসা।
তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে আমাদের মতো অসহায় মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে সর্বদা খোঁজ খবর রাখছেন তিনি। শুধু তাই নয় মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারছে না তাদেরকেও গোপনে নিজস্ব তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ত্যাগী নেতা মতিন সরকার।
করোনা পরিস্থিতি মোকাবেলায় তার পরিচালিত কার্যক্রম বিষয়ে আব্দুল মতিন সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কেউ না খেয়ে থাকতে পারেনা যার লক্ষ্যে সকলকে মানবিকভাবে এগিয়ে আসতে হবে। দেশে হঠাৎ যে প্রতিকূল পরিস্থিতি এসেছে তা মোকাবেলায় স্ব স্ব অবস্থান থেকে যতটুকু সামর্থ্য তা দিয়েই কাজ করতে হবে।
সচেতনতা ,পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্বই যখন এটি মোকাবেলার একমাত্র উপায় তখন তা নিশ্চিতে সকলকে নিজ নিজ ঘরেই অবস্থান করার উদ্বার্ত আহব্বান জানান তিনি সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষগুলোর পাশে মানবিকভাবে সর্বদা থাকার কথাও ব্যক্ত করেন মানবিক নেতা মতিন সরকার।