নারায়নগঞ্জ থেকে জয়পুরহাটে পালিয়ে আসা যুবক আইসোলেশনে,৩ বাড়ি লকডাউন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে পালিয়ে আসা এক যুবকককে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে আসা ১৩জন হোম কোয়ারেন্টিনে, প্রাতিষ্ঠিানিক কোয়ারেন্টিনে ২জন ও ১জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এদের করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেই সাথে আক্কেলপুরের কেশবপুর গ্রামের ওই রোগীর বাড়িসহ মোট ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথমে ২৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই ২৫ জনের রিপোর্ট নেগেটিভ আসার পর ৩ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাদের নমুনাও নেগেটিভ আসে। এখন ৮ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এসব পরীক্ষার রির্পোট আসলে করোনার কোন সংক্রমন আছে কি না তা জানা যাবে। তবে রিপোর্ট পেতে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।