বগুড়ায় রাতের আধাঁরে কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে জেলা ছাত্রলীগ

রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মাক্স, নগদ টাকা বিতরন করছেন বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্স এর সভাপতি মাছুদুর রহমান মিলন সিআইপি সার্বিক সহযোগিতায় বগুড়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপহার সামগ্রী রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে পৌঁছে দিচ্ছে। মঙ্গলবার রাতে বগুড়া ২০নং ওয়ার্ডে ধাওয়া পাড়া এলাকায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি মাক্স ও নগদ ১০০ টাকা করে প্রদান করা হয়।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হলে করোনা ভাইরাস থেকে প্রতিকার পাওয়া সম্ভব। করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন এবং বাড়িতে সুরক্ষার জন্য বাহিরে জরুরী কাজ ছাড়া না বের হওয়ার জন্য অনুরোধ করা হয়। খাদ্য সামগ্রী বিতারণকালে জেলা ছাত্রলীগ নেতা মামুন, শামীম, জীম, আহাদ, মমিন, সজিব, শাওরিন উপস্থিত ছিলেন। ধারাবাহিক ভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও মুকুল ইসলাম জানিয়েছেন।