নীলফামারীতে আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা নেগেটিভ

করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর পাঠানো ১৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা পজেটিভ ধরা পড়লে এ ১৫ টি নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক গত ২৫ মার্চ ছুটি নিয়ে ঢাকায় বাড়িতে যান এবং ৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর নিয়মিত দায়িত্ব পালন ও চেম্বারে রোগী দেখেছেন। হঠাৎ জ্বর সর্দি হলে তার নমুনা সংগ্রহ করে পাঠালে করোনা পজেটিভ ধরা পড়ে।
তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ও ক্যাম্পাসে থাকা সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়। ফলে তার সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীসহ ১৫ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তাদের প্রত্যেকের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান- আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ১৫ জনের পাঠানো নমুনা নেগেটিভ। আরও নমুনা পাঠানো হবে। তিনি আরও জানান- আতংকিত না হয়ে সকলকে সচেতন হয়ে ঘরে ঘরে থাকতে বলেন।