কাহালুতে লাচ্ছা সেমাই কারখানায় ১ লক্ষ টাকা জরিমানা
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে নেংড়া পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও কর্মচারীরা করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ব্যবহার না করায় কারখানার মালিক সাজ্জাদ হোসেনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামে সরকারি খাস জমি হতে অবৈধ্য ভাবে মাটি কাটায় ভুলু (৫০)কে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ