পঞ্চগড়ে অসহায় প্রবীণ ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। অনেক মানুষ বাড়িতে অবস্থান করায় কর্মহীন হয়ে পড়েছে অনেকে। এদের মধ্যে বেশি সমস্যায় পড়েছে সমাজের প্রবীণ ও দুঃস্থ মানুষগুলো। এসব মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আরডিআরএস বাংলাদেশ। সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় জেলার দেবীগঞ্জ ও ভজনপুরে ২০০ প্রবীণ ও দুঃস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করছেন।
প্রতি সপ্তাহে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য তারা জনপ্রতি ৫শ টাকা করে চার সপ্তাহে দুই হাজার টাকা করে সর্বমোট দুই লাখ টাকা প্রদান করছে। গতকাল শনিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট প্রবীণ সামাজিক কেন্দ্রে প্রবীণদের মাঝে নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
এসময় দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় প্রজেক্ট ইউনিটের আঞ্চলিক ব্যাবস্থাপক রেজাউল করিমসহ এলাকার গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।