সংবাদ প্রকাশের পর নবাবগঞ্জে খাদ্য পেলো কুকুর-বিড়ালেরা
”হিলিতে খাদ্যাভাবে জড়োসড়ো হয়ে রাস্তায় তারা” শিরোনামে সংবাদ প্রকাশের পর ক্ষুধার্ত কুকুর-বিড়ালদের খাদ্যের ব্যবস্থা করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। সরকারী নির্দেশে করোনা ভাইরাসের মোকাবেলায় ঘর বন্ধি মানুষ। জরুরি কাজ ছাড়া বাহিরে কেউ বের হতে পারবে না।
মানুষের এই সতর্কতা মেনে চলার প্রভাব পড়ছে গ্রাম-গঞ্জ, রাস্তাঘাট ও শহরের আনাছে কানাছে ঘুরে বেড়ানো কুকুর আর বিড়ালদের উপর। দোকানপাট, হোটেল বন্ধ। কোথাও মানুষের আনাগোনা নেই। যে স্থানগুলোতে মানুষ খাবার কিনে খেয়ে তার অবশিষ্ট রাস্তায় ফেলে দিতো তা কুকুর বিড়ালে খেয়ে তাদের জীবন বাঁচাতো। খাদ্য না পেয়ে বিপাকে পড়েছিলো সকল কুকুর-বিড়াল গুলো। তাদের ক্ষুধা নিবারণ করায় ছিলো চেয়াম্যানের উদ্দেশ্য।
নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ”হিলিতে খাদ্যাভাবে জড়োসড়ো হয়ে রাস্তার তারা” সংবাদটি পড়ে বুঝতে পারলাম তাদেরও তো মানুষের মত ক্ষুধার্ত আছে। সংবাদটি পড়ে এই অভুক্ত কুকুর-বিড়ালদের আহার মুখে তুলে দেওয়ার বিষয়টি মাথায় আসে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯ টা থেকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কুকুর-বিড়ালদের খাবার পরিবেশনা করি। খাবার দেখে কোথা থেকে যে কতগুলো কুকুর-বিড়াল ছুটে আসতে শুরু করলো।
তিনি আরও বলেন, ক্ষুধার্ত অবস্থায় জড়োসড়ো হয়ে রাস্তায় শুয়ে আছে তারা। ক’দিনের করোনার সতর্কতায় তাদের অবস্থা বেহালদশা। মনে হয় শরীরে কোন জোরশক্তি নেই।পশুগুলোকে দেখে খুব মায়া লাগল। তারও তো প্রাণী, তাদেরও তো মানুষের মত বাঁচার অধিকার রয়েছে।
নবাবগঞ্জ বাজারের মতিন মিয়া বলেন, আমার বাড়িতে দুইটি কুকুর ও দুইটি বিড়াল রয়েছে। সারাদিন তারা বাড়ির বাহিরে গিয়ে খাবার সংগ্রহ করে খেয়ে আসতো। আমি গরীব মানুষ যা খেতাম তার অবশিষ্ট খাবার কুকুর বিড়ালগুলো খাওয়াতাম। এখন কোন কাজ কাম করতে পারছিনা। সরকারী খাদ্যসামগ্রী যা পাচ্ছি তা তো ছেলে-মেয়েদের নিয়ে নিজেদেরি হচ্ছে না। কুকুর বিড়ালগুলো বাহিরে বের হচ্ছে, খাবার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরে আসছে। তাদের চোখমুখ শুকনো দেখে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। এই অন্তিম মুহুর্তে আমাদের উপজেলা চেয়ারম্যান আমার অভুক্ত কুকুর-বিড়ালগুলোর খাদ্যাবস্থা করলো। বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে নিজ হাতে ডেকে ডেকে খাওয়াচ্ছেন। চেয়ারম্যান সাহেবের আল্লাহপাক অনেক ভাল করবেন।