শিবগঞ্জে ১০টাকা কেজি ১০২ বস্তা চাল উদ্ধার

বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামে মোস্তাফিজার রহমান পিতা আব্দুল জলিল -এর বাড়ি থেকে মুখ বাধা অবস্থায় ১০২ বস্তা চাল জব্দ করা হয়।
উক্ত চাল মোস্তাফিজের বাড়িতে তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সাজু গতকাল তারিখ ভোর ৫ টার দিকে রেখে যায় । পুলিশের মাধ্যমে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনাস্থলে এসে জানান, এই চালগুলো সরকারি ভর্তুকির "ফেয়ার প্রাইসের" দশ টাকা মুল্যের চাল যে গুলো ইউনিয়ন ভিত্তিক ডিলারদের মাধ্যমে গরীব মানুষ দের মধ্যে বিতরণ করা হয়।সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল এবং ওসি শিবগঞ্জ ঘটনাস্থল থেকে ১ জনকে গ্রেফতার করেন।