কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরো ৫ জনের নমুনা পরীক্ষা নেগেটিভ

নীলফামারীর কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইনে থাকা আরো ৫ জনের পাঠানো নমুনা পরীক্ষায় সব করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গত ৭ এপ্রিল কর্তব্যরত একজন চিকিৎসকের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর ও হাসপাতালসহ গোটা উপজেলা লকডাউন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে চিকিৎসক, নার্স, কর্মচারীসহ দেড় শতাধিক ব্যক্তিকে কোয়ারেইন্টাইনে রাখা হয়। এর মধ্যে করোনা উপসর্গে থাকা ১৫ জনের নমুনা পরীক্ষা করে রংপুর পিসিআর থেকে নেগেটিভ রেজাল্ট আসে। এদিকে ২য় দফায় গত ১০ এপ্রিল আরো ৫ জনের নমুনা পাঠানো হয় রংপুরে। এরা সবাই ৪র্থ শ্রেণির কর্মচারী। ১১ এপ্রিল রংপুর পিসিআর টেষ্টে তাদের নেগেটিভ রেজাল্ট এসেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সবাই কোয়ারেইন্টানে আছেন। বাইরের সাথে সকল যোগাযোগ বন্ধ। করোনা উপসর্গ দেখা দিলে ২য় দফায় নমুনা পরীক্ষা করা হবে। করোনা আক্রান্ত ডাঃ অনিকের সান্নিন্ধে আসা আউটডেরে ৭জন রোগী এবং জরুরী বিভাগে ৪জন রোগী চিহিৃত করে তাদের হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে। এমনকি তাদের বাড়ী লকডাউন করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসন। শীঘ্রই আইইডিসিআর থেকে একটি টীম এ ব্যাপারে কাজ করবে।”