প্রাণঘাতি করেনাভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে

শনিবার বিকেলে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক এর উদ্যোগে ৪ শতাধিক মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। বীরমুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আতিকুল হক, সাব্বির আহম্মেদ স্মরণ, নজরুল ইসলাম রঞ্জু, লিটন রহমান প্রমুখ। খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু প্রদান করা হয়।
আমিনুল ইসলাম ডাবলু বলেন, প্রাণঘাতি করেনাভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারী নির্দেশ মেনে সকলকে ঘরে থাকতে হবে। আমরা সতর্ক থাকলে ক্ষতিগ্রস্থ হব না ইনশাল্লাহ। বার বার হাত ধোয়া সহ সকলকে তিনি ঘরে থাকার আহবান জানান। একই সাথে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।