শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গার্মেন্টস্ কর্মীসহ নিহত দুই: আহত তিন

বগুড়ার শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস্ কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় মোটরসাইকেলের আরও তিন আরোহী। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. বাবু মিয়া (৩০)। তিনি জেলার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। আরেকজন অজ্ঞাতনামা (২৯)।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীতমুখি আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা পাঁচজন গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই বাবু মিয়া এবং হাসপাতালে নেয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তি মারা যান বলে এই স্টেশন কর্মকর্তা জানান। জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।