কাহালুতে ২’শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজ রোববার বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন স্থানে বাড়ী বাড়ী গিয়ে করোনা ভাইরাসে কর্মহীন নিম্ন আয়ের ২’শ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রলীগনেতা,বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামীলীগনেতা আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কাহালুর মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গোফফার (করিম), আওয়ামীলীগনেতা জুয়েল, মোত্তালেব হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান, সমাজসেবক আলহাজ্ব মো. ময়েজ উদ্দিন প্রমূখ।
আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক জানান, আমি ১৯৮৮ ও ৮৯ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের কর্মী ছিলাম ও ১৯৯১ সাল হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ছিলাম। ১৯১৭ইং সাল থেকে কাহালু-নন্দীগ্রাম এলাকার তৃনমূল পর্যায়ে মানুষের মাঝে কাজ করে যাচ্ছে। আমি ২০১৮ সালে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করি এবং জমা দিয়েছিলাম। আমি ২০১৯ সালে বগুড়া জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলনের কাউন্সিলর ছিলাম।
তিনি আরও জানান, কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের ধারা অব্যাহত থাকবে।