বিরামপুরে ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
দিনাজপুরের বিরামপুরে করোনায় ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন সেচ্ছাসেবী সংগঠন সেপ বাংলাদেশ। আজ বেলা ১২ টায় সেপ বাংলাদেশে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ ফরিদ হোসেন দুস্থ ও হত দরিদ্র ১০০টি পরিবারের মাঝে আটা, তেল, ডাল, সাবান সহ বিভিন্ন খাদ্য বিতরন করেন।
সংস্থার নির্বাহী পরিচালক বলেন সরকারী উদ্দ্যোগের পাশাপাশি অত্র সংগঠনের ক্ষুদ্র প্রয়াসে এই কার্যক্রম হাতে নেওয়া হয় এবং দেশের এনজিও ও বিত্তবানদের প্রতি সরকার ও জনগনকে সহয়তা করার জন্য উদার্ত আহ্বান জানান।
সকলকে সামাজিক দূরত্ব বজায় ও ঘরে থাকার অনুরোধ করেন। এ সময় সংগঠনের সভাপতি শাহ আলম বিশ্বাস ও স্থানীয় সাংবাদিক ও দিনাজপুর কল্যাণ ট্রাস্ট এর সভাপতি মোঃ আকরাম হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, মাইটিভি সাংবাদিক কামরুজ্জামান, তানিম, মানিক উপস্থিত ছিলেন।