শেরপুরে আ.লীগ নেতার পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
_PIC-12.04_.2020_.jpg)
বগুড়ার শেরপুরে আ.লীগ নেতা জহরুল ইসলাম জহুর ব্যক্তিগত উদ্যোগে তিনশতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে পৌরশহরের উলীপুরপাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এসময় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আ.লীগ নেতা আব্দুল কাদের বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে নভেল করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা প্রায় তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ওই আ.লীগ নেতার ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্যসামগ্রী দেয়া হয়। এতে প্রতিজনকে চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবান দেয়া হয়।