করোনা: আত্রাইয়ে ৯ জনের নমুনা সংগ্রহ

নওগাঁর আত্রাইয়ে ৯ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়। আজ রোববার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত নয় জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই ৯ জনের মধ্যে ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বাকী ৪ জনের রিপোর্ট এখানোও আসেনি। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি জানান, করোনা ভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, শ্বাসকস্ট) দেখা দিলে আমরা তার নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দিব। ভয় এর কোন কারন নাই । তিনি সকলকে মনে সাহস রেখে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।