অনলাইনে উচ্চ মাধ্যমিকের ক্লাস নিতে অধ্যক্ষদের নির্দেশ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষা। ছুটির মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনে প্রথমিক ও মধ্যমিকের ক্লাস নেয়া হচ্ছে। এবার উচ্চ মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করতে কলেজের অধ্যক্ষদের নির্দেশনা দিয়েছে সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গতকাল শনিবার এক আদেশে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে এই নির্দেশনা দিয়েছে।
মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রাখতে গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার শুরু হয়। এরপর সংসদ টিভিতে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাথমিকের ক্লাস।
এসব ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে এসব বাড়ির কাজ দেখাতে হবে।মাধ্যমিকের শিক্ষার্থীদের বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর তাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

অনলাইন ডেস্ক